কোন রাশির মেয়েরা সবচেয়ে ভালো; কোন রাশির ছেলেরা সবচেয়ে ভালো;
কোন রাশির মেয়েরা সবচেয়ে ভালো ?
জ্যোতিষ মতে মেষ রাশির মেয়েরা অত্যন্ত ভাগ্যবান হন। মঙ্গল এই রাশির অধিপতি গ্রহ। মঙ্গলের প্রভাবে এই রাশির মেয়েরা সাহসী সৎ হন। সততার সঙ্গে নিজের কাজ করেন। তবে খুব তাড়াতাড়ি রেগে যান এঁরা। এই রাশির মেয়েরা নিজের স্বামীর জন্য অত্যন্ত ভাগ্যবান প্রমাণিত হন।
কর্কট রাশির মেয়েদের গুণী মনে করা হয়য এঁরা আবার অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন। নিজের জীবনসঙ্গীর প্রতি সৎ ও একনিষ্ঠ হন এই রাশির মেয়েরা। নিজের বাবা ও স্বামীর জন্য ভাগ্যবান প্রমাণিত হন কর্কট জাতিকারা।
সিংহ রাশির জাতিকারা সাহসী, সৎ ও রাগী হয়ে থাকেন। একবার কোনও কাজ করবেন বলে ঠিক করলে, তা করেই থাকেন। নিজের পরিবারের ওপর কোনও সমস্যা এলে সাহসের সঙ্গে তাঁর মোকাবিলা করেন। স্বামীর জন্য ভাগ্যবতী হন সিংহ রাশির মেয়েরা। এঁরা পরিশ্রমী হন এবং নিজের পরিশ্রমের জোরে পদ লাভ করে থাকেন।
One thought on “কোন রাশির মেয়েরা সবচেয়ে ভালো ?”