তির্যক বিভক্তি কাকে বলে?
Ans: যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকেই তির্যক বিভক্তি বলে।
Table of Contents
তির্যক বিভক্তির উদাহরণ :
- দাদা নিজের চোখে ঘটনাটি দেখেছে।
- করণ কারকের “এ” বিভক্তি ।
- তিনি কলমে ছবি আঁকলেন।
- করণ কারকের “এ” বিভক্তি ।
- ওরে, ভাই মায়ে তোকে ডাকে।
- কর্তৃকারকের “য়ে” বিভক্তি।
- সুবলকে সবাই ভালোবাসে।
- কর্তৃকারকের “কে” বিভক্তি।
- “ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে”
- অধিকরণ কারকের “তে ” বিভক্তি।
- রাজু নৌকাতে করে সুন্দরবন বেড়াতে গেল।
- করণ কারকের”তে ” বিভক্তি।
- শূন্য বিভক্তির অপর নাম কী ?
- শব্দ বিভক্তি কাক বোলে ? ই কেই প্ৰকাৰৰ আৰু কি কি ?
- পদ কাকে বলে ?| পদ কয় প্রকার ও কী কী ?
তির্যক বিভক্তি বলতে কী বোঝ?
যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয়, তাকেই তির্যক বিভক্তি বলে।
কোন বিভক্তি কে শূন্য বিভক্তি বলা হয়?
যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোন পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে।
শূন্য বিভক্তির অপর নাম কী?
তির্যক কাকে বলে?
জ্যামিতিতে কর্ণ হল একটি আকৃতির অংশ। গণিতে, একটি তির্যক এমন একটি রেখা যা একটি বহুভুজ বা কঠিনের দুটি শীর্ষবিন্দুকে সংযুক্ত করে, যার শীর্ষবিন্দুগুলি একই প্রান্তে নেই।
2 thoughts on “তির্যক বিভক্তি কাকে বলে ?”