Q: বিভক্তি কাকে বলে ?
যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে যথাক্রমে কারক নির্ণয়ে ও কাল নির্ণয়ে সাহায্য করে তাকে বিভক্তি বলে। যেমন – কে ,রে ,এর ইত্যাদি
Table of Contents
- বিভক্তি কাক বোলে ?
- শূন্য বিভক্তির অপর নাম কী ?
- পদ কাকে বলে ?| পদ কয় প্রকার ও কী কী ?
- শব্দ বিভক্তি কাক বোলে ? ই কেই প্ৰকাৰৰ আৰু কি কি ?
- তির্যক বিভক্তি কাকে বলে? |তির্যক বিভক্তির সমস্ত বিবরণ
যেমন:-
কানাইবাবুর দাদা কার্তিকপুরে এসেছেন।
এখানে ‘কানাইবাবু’ শব্দ দুটির সঙ্গে ‘র’, কার্তিকপুর’ এর সঙ্গে ‘এ‘ এবং ‘আসা’শব্দটির সঙ্গে ‘এছেন‘ যুক্ত হয়েছে এবং শব্দগুলির মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক স্থাপন করেছে।‘র‘, ‘এ‘ এবং ‘এছেন‘এগুলিই বিভক্তি।
Q: বিভক্তি শব্দের অর্থ কী?
Ans: বিভক্তি শব্দের অর্থ, “যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর শেষে সংযুক্ত হয়ে অর্থপ্রকাশ করে ,সেই সব বর্ণ বা বর্ণ সমষ্টিকে
বিভক্তি বলে”।
Q: বিভক্তি কত প্রকার ও কি কি ?
Ans: বিভক্তিকে মূলত দুই ভাগে ভাগ করা যায় ।যথা : শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি ।
One thought on “বিভক্তি কাকে বলে ?”