12 September, 2024
চতুর্দশী কখন লাগবে; শুভ শিব রাত্রি; শিবরাত্রি ২৪; শিব রাত্রি ২০২৪; Shivaratri 2024 date and time bengali; শিবরাত্রি ২০২৪ সময়সূচি; শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি; শিব চতুর্দশী 2024; শিবরাত্রি ২০২৩ সময়সূচি; মহা শিবরাত্রি কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ বাংলা; শিবরাত্রি ২০২৪ কবে; শিব রাত্রি ২০২৪; শিব চতুর্দশী 2024 কবে; শিবরাত্রি ২০২৪

শিবরাত্রি ২০২৪ সময়সূচি | শিবরাত্রি ২০২৪ কবে | ShivRatri 2024 Date And Time

চতুর্দশী কখন লাগবে; শুভ শিব রাত্রি; শিবরাত্রি ২৪; শিব রাত্রি ২০২৪; Shivaratri 2024 date and time bengali; শিবরাত্রি ২০২৪ সময়সূচি; শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি; শিব চতুর্দশী 2024; শিবরাত্রি ২০২৩ সময়সূচি; মহা শিবরাত্রি কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ বাংলা; শিবরাত্রি ২০২৪ কবে; শিব রাত্রি ২০২৪; শিব চতুর্দশী 2024 কবে; শিবরাত্রি ২০২৪

চতুর্দশী কখন লাগবে; শুভ শিব রাত্রি; শিবরাত্রি ২৪; শিব রাত্রি ২০২৪; Shivaratri 2024 date and time bengali; শিবরাত্রি ২০২৪ সময়সূচি; শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি; শিব চতুর্দশী 2024; শিবরাত্রি ২০২৩ সময়সূচি; মহা শিবরাত্রি কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ বাংলা; শিবরাত্রি ২০২৪ কবে; শিব রাত্রি ২০২৪; শিব চতুর্দশী 2024 কবে; শিবরাত্রি ২০২৪

শিবরাত্রি ২০২৪ সময়সূচি

শিবরাত্রি, হিন্দু কা ঐতিহ্য একটি খুব বড় পার্ব। এটা ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশীকে মনে হয়। মানা যাচ্ছে এই দিনটি। এছাড়াও শিব জি কা বিবাহও এই দিন মানা যাচ্ছে। এই দিন মহাদেবের উপাসনা থেকে ব্যক্তি জীবনে সব সুখ পেতে পারে। এই দিন উপবাস, মন্ত্র জপ এবং রাত্রি জাগরণের বিশেষ গুরুত্ব রয়েছে।

দ্বাদশী পালনের নিয়ম |দ্বাদশী ব্রত পালনের নিয়ম

2024 সালে মহা শিব রাত্রি তারিখ এবং সময় ৮ মার্চ ২০২৪,শুক্রবার

একাদশী পারনের নিয়ম 2024 |Ekadashi Parana Niyam


কোন রাশির মেয়েরা সবচেয়ে ভালো ?

শিবরাত্রি ২০২৪ কবে

একাদশী কবে আছে 2024|একাদশী তালিকা ২০২৪ | Ekadoshi |


Shivratri 1st Prahar Puja Muhurat
5:40 PM to 8:55 PM
Shivratri 2nd Prahar Puja Muhurat
8:55 to 11:58 PM
Shivratri 3rd Prahar Puja Muhurat
11:58 PM to 2:53 AM
Shivratri 4th Prahar Puja Muhurat
2:53 AM to 6:00 AM

একাদশীর সংকল্প মন্ত্র


চতুর্দশী কখন লাগবে; শুভ শিব রাত্রি; শিবরাত্রি ২৪; শিব রাত্রি ২০২৪; Shivaratri 2024 date and time bengali; শিবরাত্রি ২০২৪ সময়সূচি; শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি; শিব চতুর্দশী 2024; শিবরাত্রি ২০২৩ সময়সূচি; মহা শিবরাত্রি কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ বাংলা; শিবরাত্রি ২০২৪ কবে; শিব রাত্রি ২০২৪; শিব চতুর্দশী 2024 কবে; শিবরাত্রি ২০২৪

শিবরাত্রি প্রথম প্রহরে পুজার সময়
রাত্রি ৫ঃ৪০ থেকে রাত্রি ৮ঃ৫৫ পর্যন্ত
শিবরাত্রি দ্বিতীয় প্রহরে পুজার সময়
রাত্রি ৮ঃ৫৫ থেকে রাত্রি ১১ঃ৫৮ পর্যন্ত
শিবরাত্রি তৃতীয় প্রহরে পুজার সময়
রাত্রি ১১ঃ৫৮ থেকে রাত্রি ২ঃ৫৩ পর্যন্ত
শিবরাত্রি চতুর্থ প্রহরে পুজার সময়
রাত্রি ২ঃ৫৩ থেকে সকাল ৬ঃ০০ পর্যন্ত


চতুর্দশী কখন লাগবে; শুভ শিব রাত্রি; শিবরাত্রি ২৪; শিব রাত্রি ২০২৪; Shivaratri 2024 date and time bengali; শিবরাত্রি ২০২৪ সময়সূচি; শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি; শিব চতুর্দশী 2024; শিবরাত্রি ২০২৩ সময়সূচি; মহা শিবরাত্রি কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ বাংলা; শিবরাত্রি ২০২৪ কবে; শিব রাত্রি ২০২৪; শিব চতুর্দশী 2024 কবে; শিবরাত্রি ২০২৪

মহা শিবরাত্রির তাৎপর্য:

শিবরাত্রির দিন লক্ষ লক্ষ নারী পুরুষ শিবের মাথায় দুধ, ডাবের জল, ঢেলে এবং ফুল ও বেল পাতা দিয়ে শিবের পূজা করেন। সারাদিনের উপবাস করার পর এই ব্রত পালন করে থাকেন তারা।

তবে যারা উপবাস করতে পারেন না, তারা ফল ও জল খেতে পারেন। তবে এই দিনে সারা দিন ও সারা রাতের মধ্যে কোনরকম ভাবে ঘুমানো যাবে না, তার সাথে খারাপ কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং দূরে কোথাও ঘুরতে যাওয়া যাবেনা।


শিবলিঙ্গ পূজার তাৎপর্য:

লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন অথবা প্রতীক। এই প্রতীক অথবা চিহ্নতে আছে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি প্রাণ, মন ও বুদ্ধি। একটি দেশের পরিচয় যেমন বহন করে পতাকা, তেমনি এই লিঙ্গা অর্থের মূলকথা হলো প্রতীক অথবা চিহ্ন।আমাদের যখন মৃত্যু হয়, তখন জীবাত্মা সূক্ষ্ম শরীর বিচরণ করে এবং পুনরায় দেহ ধারন করে। তবে শিব, রুদ্র, মহাদেব, নামে আমাদের মধ্যে বেশি পরিচিত।

একটি শিবলিঙ্গ, আরেকটি নারায়ন শিলা এই পূজায় লাগে। শিব লিঙ্গের গঠন প্রণালী সহজ হওয়ার জন্য মূর্তি তৈরির থেকে লিঙ্গ পূজায় আমরা বেশি আগ্রহ দেখিয়ে থাকি। মাটি দিয়ে অতি সহজে অল্প সময়ের মধ্যে এই প্রতীক তৈরি করা যায় এবং পূজা শেষে বিসর্জন দেওয়া হয়ে থাকে।

সব দিক থেকে দেখলে, শিবরাত্রি অনেক তাৎপর্য বহন করে। তার সাথে সাথে মনের ইচ্ছা পূরণের জন্য শিব রাত্রি ব্রত পালন করে থাকেন বেশিরভাগ মহিলারা। বাংলায় শিবরাত্রি ব্রত আনুষ্ঠানিকভাবে পালন করে থাকেন গ্রাম বাংলার সাধারন মানুষ জন।

কথায় আছে, “শিবির তৃতীয় চোখ খুললে পৃথিবী ধ্বংসের মুখে পড়তে পারে।” সেই কারণে শিব কে সন্তুষ্ট রাখতে বাঙালি হিন্দুরা সর্বদাই তৎপর থাকেন। দেবাদিদেব মহাদেবের মাথা ঠান্ডা রাখতে নিয়ম মেনে ডাবের জল, দুধ ও সাধারণ জল ঢেলে থাকেন শিবলিঙ্গের ওপর।

তাছাড়া এই পূজার মধ্যে দিয়ে আনন্দ উৎসব পালিত হয়ে থাকে অনেক জায়গায়। এই উপলক্ষে অনেক জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষেরা সেখানে পূজার পাশাপাশি মেলাতে ভীষণভাবে আনন্দ করেন। তার সাথে সাথে ভক্তি ও শ্রদ্ধা মিলিত ভক্তদের মন খুশিতে ভরে ওঠে।


চতুর্দশী কখন লাগবে; শুভ শিব রাত্রি; শিবরাত্রি ২৪; শিব রাত্রি ২০২৪; Shivaratri 2024 date and time bengali; শিবরাত্রি ২০২৪ সময়সূচি; শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি; শিব চতুর্দশী 2024; শিবরাত্রি ২০২৩ সময়সূচি; মহা শিবরাত্রি কবে; মহা শিবরাত্রি ২০২৪; শিবরাত্রি ২০২৪ বাংলা; শিবরাত্রি ২০২৪ কবে; শিব রাত্রি ২০২৪; শিব চতুর্দশী 2024 কবে; শিবরাত্রি ২০২৪

2 thoughts on “শিবরাত্রি ২০২৪ সময়সূচি | শিবরাত্রি ২০২৪ কবে | ShivRatri 2024 Date And Time

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *