Q: শূন্য বিভক্তির অপর নাম কী ?
Ans: শূন্য বিভক্তির অপর নাম ‘অ’ বিভক্তি অৰ্থাৎ প্ৰথমা বিভক্তি ।
Table of Contents
Q: শূন্য বিভক্তি কাকে বলে?
Ans: যে বিভক্তি শব্দের সঙ্গে অপ্রকাশিত বা উহ্য থেকে পদ গঠন করে বা কারক প্রকাশ করে তাকে শূন্য- বিভক্তি বা প্রথমা বিভক্তি বলে।
বিভিন্ন কারকে শূণ্য বিভক্তির ব্যবহার হয় যেমন-
- কর্তৃকারকে শূন্য-বিভক্তি:
- রহিম স্কুলে পড়ে, বৃষ্টি পড়ছে।
- পাখি ডাকে।
- কর্মকারকে শূন্য-বিভক্তি:
- শিশু চাঁদ দেখে।
- আমি বই পড়ি।
- কথা শোনো ।
- করণকারকে শূন্য-বিভক্তি:
- ছেলেরা মাঠে বল খেলছে।
- এখন তাস খেলছো কেন?
- অপাদানকারকেশূন্য-বিভক্তি:
- স্কুল পালিয়ে কোথায় ছিলে?
- ট্রেন শিয়ালদা ছাড়ল।
- অধিকরণকারকে শূন্য-বিভক্তি:
- আজ স্কুল যাবি না?
- এখন বাবা বাড়ী নেই ।
3 thoughts on “শূন্য বিভক্তির অপর নাম কী ?”