Q: শূন্য বিভক্তি কাকে বলে ?
Ans: যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোন পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে।
শূন্য বিভক্তির উদাহরণ দাও
সূর্য অস্ত গেল / বুদ্ধি খাটিয়ে কাজ করো
বুলবুলিতে ধান খেয়েছে
ধান পদে সাধারণ দৃষ্টিতে মনে হয় কোনো বিভক্তি চিহ্ন নেই । কিন্তু আছে । যেমন : ধান + অ । এখানে ‘অ’ শূন্য বিভক্তি হিসাবে কাজ করছে ।
3 thoughts on “শূন্য বিভক্তি কাকে বলে ? উদাহরণ দাও”