14 October, 2024
একাদশী পারনের নিয়ম 2024 |Ekadashi Parana Niyam

একাদশী পারনের নিয়ম 2024 |Ekadashi Parana Niyam

একাদশী পারনের নিয়ম

একাদশী পারনের নিয়ম 2024 |Ekadashi Parana Niyam

একাদশী ব্রত পালনের নিয়ম:
১. সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার।
২. তা হতে ও অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার।
৩.যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশষ্য বর্জ্জন করতঃ ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত্রি জাগরনের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা (জল ব্যতীত) পালনের নির্দেশ প্রদান করেছেন।

সেগুলি সেমতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলাসহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফল মূলাদি গ্রহণ করতে পারেন। যেমন – গোল আলু, মিষ্টি আলু ও চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, লবন ও মরিচ ব্যবহার্য।
আবার অন্যান্য আহার্য যেমন – দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, শসা, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মূলাদি পেতে পারেন।


2 thoughts on “একাদশী পারনের নিয়ম 2024 |Ekadashi Parana Niyam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *